চুপিসারে দেখার লালসা সবার

মাসুদ সেজান
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৭:৩৪
অ- অ+

আপনি আগেই শুনিয়াছেন, ওই ওই কাজে সেক্স দৃশ্য দেখানো হইয়াছে, যাহা উচিত হয় নাই।

শুনিয়া, তাহা আপনি দেখিতে বসিলেন। দেখা শেষ করিবার পর আপনি বলিলেন, ওইভাবে দেখানোটা একদম ঠিক হয় নাই।

ইহা শুনিয়া আবার আরেক জন দেখিতে বসিলেন, পুরোটা দেখিয়া নিয়া, তিনি আবার বলিতেছেন- সংস্কৃতির সহিত যাচ্ছেই না, বড়ই বেমানান...

ইহার ফলাফল কী?

যাহারা এই বস্তু বানিয়েছেন, তাহারা বাণিজ্যিক ভাবে লাভবান, আর আপনারা তাহা অবলোকন করিয়া গোপন বাসনা চরিতার্থে তৃপ্ত।

হুদাই ক্রিয়েটিভদের নমশূদ্র বানাইয়া নিজেদের ব্রাহ্মণ প্রমাণ করিবার কোনও কারণ নাই।

আপনাদের এইসব দেখিবার লালসা সম্পর্কে তাহারা জ্ঞাত বলিয়াই বানিয়েছে, অতএব চুপচাপ চোরের মতো দেখিয়া যান। হুংকারের প্রয়োজন নাই।

লেখক: নাট্যকার ও নির্মাতা

ঢাকাটাইমস/১২জুন/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব: আসিফ মাহমুদ
সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
দাম কমলো ৩৩ ধরনের প্রয়োজনীয় ওষুধের
কবির সাধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা