ছেলেসহ চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২০:১৩
অ- অ+

মহামারি করোনাভাইরাসে দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে ফ্রন্টলাইনের যোদ্ধাখ্যাত সহস্রাধিক চিকিৎসক ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার একথা নিশ্চিত করেছেন ডা. স্বপ্নীল। তবে তারা শারীরিকভাবে ভালো আছেন এবং বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান স্বপ্নীল ঢাকা টাইমসকে বলেন, চার দিন হলো আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি তিন দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। তেমন কোনো শারীরিক সমস্যা নেই।

দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে টেলিমেডিসন সেবা দেয়া, সুরক্ষা সামগ্রী বিতরণ করাসহ নানা ধরনের সেবামূলক কাজ করেছেন ডা. স্বপ্নীল। এমন মহামারির মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা দিয়েছেন দেশসেরা এই লিভার বিশেষজ্ঞ।

নিজেদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডা. স্বপ্নীল।

(ঢাকাটাইমস/১৭জুন/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘শুরুটা কঠিন ছিল, কিন্তু থেমে যাইনি’
দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
পাকিস্তান পৌঁছেছে ১০ জনের বাংলাদেশ দল, বাকিরা যাবেন কবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা