ভৈরবে তিনজন পতিতাসহ খদ্দের আটক

ভৈরবে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে একটি ভাড়া বাসা থেকে তিন নারী ও একজন খদ্দেরকে আটক করেছে ভৈরব থানার পুলিশ। আটকরা হলেন সূবর্ণা বেগম, বিউটি আক্তার ও স্বর্ণা বেগম এবং খদ্দের মনির হোসেন।
বৃহস্পতিবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে রানী বাজারের শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সুবর্ণা নামের এক মহিলা একটি ভাড়া বাসা নিয়ে কয়েক মাস যাবত অবৈধ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তিন পতিতাসহ এক খদ্দেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করার পর জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুন/কেএম)

মন্তব্য করুন