বেলজিয়ামের নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৭:৫৬| আপডেট : ৩০ জুন ২০২০, ১৯:০২
অ- অ+

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনে কর্মরত মো. মাহবুব হাসান সালেহকে বেলজিয়ামের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাহবুব হাসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি কলকাতা, সিউল ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহবুব হাসান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক, আমেরিকান অণুবিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর কূটনীতি ও বাণিজ্য বিষয়ে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পর্ণ করেন। মাহবুব হাসান কবি ও বক্তা হিসেবে সুপরিচিত। (ঢাকাটাইমস/৩০জুন/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে সড়কে প্রাণ গেল মেয়েসহ ২ জনের
মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত 
সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা