বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৫:১৯
অ- অ+

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল কাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়াম জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারে থাকা একটি মহল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তারা নিজেদের লোক দিয়ে ৪-৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকা দরকার এমন প্রচারণা চালায়। কিন্তু এভাবে চলতে থাকলে পুরো শাসনব্যবস্থা ভেঙে পড়বে। মব কালচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত।

তিনি বলেন, বিএনপির কোটি কোটি সমর্থক রয়েছেন। এবছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করবো।

বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবো।

জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত সভায় এছাড়া বক্তব্য দেন সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।

(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে
অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয়: ডা. ইরান
কোটা সংস্কার আন্দোলনের তিন শীর্ষ নেতাকে ফের তুলে নেয় ডিবি, দেশজুড়ে গ্রেপ্তার ছাড়াল ৬ হাজার
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা