ফরিদপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৪:৪৪
অ- অ+

ফরিদপুর কোতোয়ালি এলাকা থেকে ৪ দশমিক ৫ গ্রাম ওজনের ৫৪ পুরিয়া হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. লিটন শেখ (৪৫)।

বুধবার মধ্যরাতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ক্যাম্পটির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

তিনি জানান, গতকাল রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রথখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে ৫৪ (চুয়ান্ন) পুরিয়া, যার ওজন ৪ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরীহ মানুষ গ্রেপ্তার, লাশ দাফনে চাপ— গোপালগঞ্জ নিয়ে আসকের তদন্ত প্রতিবেদন
সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ: নাহিদ ইসলাম
বিরামপুরে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ তিন পরিবারের পাশে শামসুজ্জামান দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা