শিবচরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস- বাসের সংঘর্ষে ২ জন নিহত

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফরিদপুর জেলার সালথা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে খানসন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক তখনই পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়, ফলে মাইক্রোবাসটি দুই গাড়ির মাঝে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগম। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাসে থাকা আরও দুজন, যাদের নাম- পরিচয় এখনো জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় পূর্বাসা পরিবহনের বাসটির সামনের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি আমাদের হেফাজতে রয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন