মৃত্যু বেড়ে ৩৩
মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহত শিশু মাহাতাব (১২) মারা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এ নিয়ে এই দুর্ঘটনায় ৩৩ জন মারা গেল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহতাব রহমান ভূঁইয়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিল মাহতাব।
মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবার নাম মিনহাজুর রহমান ভূঁইয়া।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম)

মন্তব্য করুন