রাশিয়ায় বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সকল যাত্রী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) আঙ্গারা এয়ারলাইন্সের একটি আন-২৪ মডেলের বিমান সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা অন্তত ৫০ জনই নিহত হন।
স্থানীয় জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে এটি রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরই সেটি বিধ্বস্ত হয়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ এক টেলিগ্রাম বার্তায় জানান, প্রাথমিক তথ্যে দেখা গেছে, বিমানে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাস্থলে তল্লাশির জন্য সব ধরনের উদ্ধার বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
তবে জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিমানে থাকা যাত্রীর সংখ্যা কিছুটা কম হতে পারে—প্রায় ৪০ জন। তদন্তকারীরা এখনো বিমানটির ধ্বংসাবশেষ থেকে নিহতদের শনাক্তের কাজ করছেন।
এ দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আবহাওয়ার অবনতি এবং প্রযুক্তিগত ত্রুটি দুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নিচ্ছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৪ জুলাই/আরজেড)

মন্তব্য করুন