সাজেক সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ, আটকা ৪২৫ পর্যটক

রাতে টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ি ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাশে আটকা পড়েছেন অন্তত ৪২৫ জন পর্যটক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারির আক্তার।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘মঙ্গলবার রাতের ভারী বর্ষণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ও পাথর ধসে পড়ে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের নিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করার চেষ্টা চলছে। তবে বড় পাথর ও গাছপালা সরাতে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রয়োজন। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
বাঘাইছড়ির ইউএনও শারির আক্তার বলেন, ‘খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ধসের মাটি ও পাথর সরানোর কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় বড় পাথর অপসারণের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।’
উল্লেখ্য, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় পাহাড় ধস একটি স্বাভাবিক বিপদ হয়ে দাঁড়ায়, বিশেষ করে পর্যটনসমৃদ্ধ অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন