সংসদের সামনে বিএনপির ৫ এমপির বিক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৩:০১

মাত্র একদিন বাজেটের উপর আলোচনা করা এবং বিএনপির এমপিদের দেয়া প্রস্তাব গ্রহণ না করার অভিযোগ এনে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করেছেন দলটির সংসদ সদস্যরা। সেজন্য সদ্য পাস হওয়া বাজেট প্রত্যাখ্যান করে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেছে দলটির ৫ সংসদ সদস্য।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে বিক্ষোভ করেন তারা। এসময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড ছিলো।

বিক্ষোভের সময় বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনও বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখান করছি।

বিক্ষোভে অংশ নেন বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

(ঢাকাটাইমস/০১জুলাই/বিইউ//এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :