কালিহাতীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক ৮

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৭:৫৮
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে রানা মিয়া (২২) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রানা মিয়া ওই এলাকার তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। ময়নাতদন্তের জন্য তার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে পুলিশ।

কালিহাতী থানার পরিদর্শক (এসআই) রাকিবুল হুদা জানান, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন। তার নামে একটি ও তার বাবা তারা মিয়ার নামে থানায় অন্তত মাদক সংক্রান্ত আটটি মামলা রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিলে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করলে যুবকের মা রিনা বেগম তার ছেলের লাশ শনাক্ত করেন।

ঢাকাটাইমস/৪জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নেতার ছেলে এনসিপি-কর্মীর গাড়িচাপায় নিহত ১ আহত ৬, ষড়যন্ত্রের অভিযোগ
পুলিশের নয় কর্মকর্তাকে বদলি
ভারতের উত্তরাখণ্ডে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু ৬, আহত অনেকে
শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা