প্রিয় ভেন্যুকে খুব মিস করছি: মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৭:০০
অ- অ+

করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। কবে শুরু হবে তারও কোনো ঠিক নেই। তবে, ব্যাট-বল নিয়ে মাঠে না নামতে পারলেও ক্রিকেটাররা ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম এ বিষয়ে খুবই সিরিয়াস।

তিন মাসেরও বেশি সময় ধরে ক্রিকেট বন্ধ। তাই ক্রিকেটারদের বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ বলে খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়া হয় না। তাই প্রিয় ভেন্যুকে খুবই মিস করছেন মুশফিক।

সোমবার ব্যক্তিগত কাজে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন মুশফিক। তার ব্যক্তিগত ফেসবুক পেজে মাস্ক পরে মিরপুরের মাঠে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন স্টেডিয়ামটাকে মিস করছেন তিনি।

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু অলাইকুম। চমৎকার এই ভেন্যুকে খুবই মিস করছি। কেবল সর্বশক্তিমানই জানেন, আমরা কবে আবার অনুশীলন শুরু করতে পারব।’

জানা গেছে, মুশফিক ড্রেসিংরুমে কিছু সময় পার করেন। এরপর নিজের ব্যাট আর কিছু ক্রিকেট সরঞ্জাম নিয়ে আবার ফিরে যান।

গত ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের ম্যাচ শেষে করোনার কারণে ডিপিএলের বাকি ম্যাচ স্থগিত হয়ে যায়। প্রথম রাউন্ডে আবাহনীর হয়ে মুশফিক ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন।

(ঢাকাটাইমস/৬ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা