গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন টটেনহ্যাম তারকার ভাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৪:৫১
অ- অ+

নাইটক্লাবের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার সার্জ অরিয়রের ভাই ক্রিস্টোফার অরিয়রের। রবিবার (১২ জুলাই) নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ জয়ের কয়েকঘন্টার মধ্যে ভাইয়ের মৃত্যু সংবাদ পেলেন টটেনহ্যাম তারকা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ফ্রান্সের তুলুজ শহরের পশ্চিম অংশে একটি নাইটক্লাবের বাইরে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই চম্পট দেয় দুষ্কৃতিরা।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্রিস্টোফারের তলপেটে দুটি গুলি এসে লাগে। পুলিশ এসে গুলিবিদ্ধ অবস্থায় নাইটক্লাবের বাইরে পড়ে তাকে পড়ে থাকতে দেখে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ক্রিস্টোফারকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে দোষীদের খোঁজে তল্লাশি চালাতে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

২৬ বছর বয়সী ক্রিস্টোফার অরিয়রও একজন ফুটবলার ছিলেন বলে জানা গিয়েছে। ফ্রান্সের পঞ্চম ডিভিশন ক্লাব তুলুজ রোদিয়োর হয়ে খেলতেন তিনি। ভাইয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন টটেনহ্যাম ডিফেন্ডার তথা আইভরি কোস্টের জাতীয় দলের ফুটবলার সার্জ।

সোমবার নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ওই ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন সার্জ। ডার্বি জয়ের পর কয়েকঘন্টার মধ্যেই দুঃসংবাদ বয়ে আসে টটেনহ্যাম শিবিরে। পিছিয়ে পড়েও এদিনের ডার্বিতে দুরন্ত কামব্যাক করে স্পারসরা। যদিও আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কার্যত শেষ গতবারের রানার্সদের। তবে আর্সেনালকে টপকে এদিন লিগ টেবিলে অষ্টমস্থানে উঠে এসেছে মোরিনহোর দল।

ম্যাচ জয়ের পর চরম এই দুঃসংবাদে অরিয়রের দুঃখ ভাগ করে নিয়েছে তার ক্লাব। এক শোকবার্তায় টটেনহ্যাম হটস্পার জানিয়েছে, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা স্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে সার্জ অরিয়রের ভাই আজ সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ঘটনায় ক্লাব গভীরভাবে শোকাহত। আমরা কঠিন সময় সার্জের পাশে আছি। ক্লাবের প্রত্যেক সদস্য সার্জ এবং তাঁর পরিবারের জন্য সমব্যথী। তাঁদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৩- আলোর চোখে দ্বিতীয় প্রেমের যাত্রা
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
রাজশাহী ও রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা