সুশান্তকে নিয়ে আদিত্য-বানসালির বয়ানে বিস্তর ফারাক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১০:৫৮
অ- অ+

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বিতর্কে আঙুল উঠেছে যশ রাজ ফিল্মসের দিকে। অনেকে দাবি করেন, বলিউডের স্বজনপোষণের অন্যতম আখড়া এই প্রযোজনা সংস্থা। একদম শুরুতে সুশান্তের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। কিন্তু মাঝপথে সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন সুশান্ত। যশ রাজ ফিল্মস তাকে নিয়ে তিনটি ছবির ঘোষণা দিলেও শুরু হয়নি কাজ। এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ থাকায় আবার অন্য ছবির কাজ হাতছাড়া হয় সুশান্তের।

এসব বিষয় স্পষ্ট হওয়ার জন্য গত শনিবার যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে তলব করে মুম্বাই পুলিশ। জেরা চলে চার ঘন্টা। দেখতে চাওয়া হয় সুশান্তের সঙ্গে সংস্থার চুক্তিপত্র। সেদিন পুলিশকে কি কি তথ্য দিয়েছেন প্রথমে তা প্রকাশ্যে আসেনি। কিন্তু রবিবার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় লীলা বানসালির দেয়া তথ্যের সঙ্গে আদিত্যর বয়ানের মিল পাননি পুলিশ কর্তারা।

বহু ব্লকবাস্টার ছবি নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় চারটি সিনেমায় অভিনয় করার কথা ছিল সুশান্তের। কিন্তু তিনি সুশান্তের বদলে অন্য অভিনেতাকে নিতে বাধ্য হন। কারণ সুশান্ত তখন অন্য একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। পুলিশি জেরায় এমন তথ্যই দিয়েছেন বানসালি।

কিন্তু এই বক্তব্যকে কোনো ভাবেই সমর্থন করেননি আদিত্য চোপড়া। তার দাবি, বানসালি তার সঙ্গে কোনো রকম যোগাযোগই করেনি, যে আদৌ সুশান্ত ‘বাজিরাও মাস্তানি’তে কাজ করবে কিনা। এমনকী ‘গোলিও কি রাসলীলা রামলীলা’য় তারা জোর করে সুশান্তকে বাদ দিয়ে রণবীর সিং নিয়েছিলেন, এমন অভিযোগেরও কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আদিত্য। ছবিটির জন্য অনেক আগেই তিনি রণবীর সিংয়ের সঙ্গে চুক্তি করেন বলে দাবি করেন।

অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘পানি’ নিয়ে ব্যস্ত থাকার কারণে তাকে দুইবার ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত। ২০১২ সালে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক শেখর কাপুর। এর জন্য টানা দুই বছর ধরে ওয়ার্কশপও করেন সুশান্ত। কিন্তু তিন বছরের মাথায় হঠাৎ করেই ছবিটি বন্ধ করে দেয় যশ রাজ ফিল্মস। যে কারণে সুশান্তের হাত থেকে একাধিক ছবির কাজ হাতছাড়া হয়ে যায়।

কিন্তু কেন মাঝপথে এই প্রোজেক্ট বন্ধ করে দিল যশ রাজ ফিল্মস? এর জবাবে সংস্থাটির বর্তমান মালিক আদিত্য চোপড়া জানান, পরিচালকের সঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর এবং বাজেট নিয়ে সমস্যা হওয়াতে এই প্রোজেক্ট তিনি বন্ধ করে দেন। এর সঙ্গে সুশান্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু সুশান্তের মৃত্যুর পর শেখর কাপুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, যশ রাজের তরফ থেকে তাকে জানানো হয় ‘সুশান্তের সঙ্গে তারা পানি করবেন না। ফলে এখনই এই সিনেমার কাজ বন্ধ করতে চায় তারা।’

এই অভিযোগের জবাবে আদিত্য চোপড়া আবারও বলেন, সুশান্তের সঙ্গে তাদের কোনো সমস্যাই ছিল না। এমনকী ছবি থেকে বাদ দিতেও চাননি। অন্যদিকে নির্মাতা বানসালির দাবি, যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল বলেই সুশান্তের সঙ্গে তিনি কাজ করতে পারেনি। সুশান্তের ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ আর ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’র প্রযোজক ছিল যশ রাজ ফিল্মস। এরপর আটকে যায় ‘পানি’। ওদিকে হাতছাড়া হয় ‘বাজিরাও মাস্তানি’র মত বড় বাজেটের ছবি। ২০১৬ সালে ‘ফিতুর’ থেকেও বাদ পড়েন তিনি।

এদিকে আদিত্য চোপড়া ‘বেফিকর’-এর হিরো হিসেবে রণবীর সিংকে বেছে নিলে প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে যান সুশান্ত। সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেন তখনই। অদিত্য বারবার বলেন, ব্যক্তিগত সমস্যার কারণেই ‘ফিতুরে’ কাজ করতে চাননি সুশান্ত। সব মিলিয়ে রহস্য আরও ঘনিয়েছে অভিনেতার মৃত্যুতে। বয়ানের এমন অসংগতির কারণে এখনও চলবে জেরাপর্ব। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে আবার ডাকা হবে সুশান্তে প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।

ঢাকাটাইমস/২১জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা