সাহাবউদ্দিন মেডিকেলের এমডির রিমান্ড চাইবে পুলিশ

সরকারি অনুমোদন ছাড়া করোনা টেস্টসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গ্রেপ্তার সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় বনানী থেকে গ্রেপ্তার করার পর আজ মঙ্গলবার সকালে তাকে থানায় দেয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য ফয়সালের রিমান্ডের আবেদন করবে পুলিশ।
মঙ্গলবার দুপুরের ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, 'সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে সকালে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি র্যাবের করা মামলায় এক নম্বর আসামি ছিলেন। এই মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে।'
গত রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানের অভিজাত সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায র্যাব। হাসপাতালটির করোনা পরীক্ষার কোন অনুমোদন না থাকলেও তারা করোনা পরীক্ষা করছিল। এছাড়া টাকার বিনিময়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করলেও হাসপাতালটি টেস্ট না করে ফলাফল দিচ্ছিল। আবার করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা বিল করছিল। হাসপাতালটির ফার্মেসির লাইসেন্সের মেয়াদ না থাকলেও তা তারা নতুন করে নবায়ন করেননি। অভিযানে তাদের অপারেশন থিয়েটারে দশবছর আগের বেশকিছু সরঞ্জাম পাওয়া যায়।
অভিযানের দিনই সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে এই ঘটনায় গতকাল তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে গুলশান থানা একটি মামলা করা হয়। সেই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদিকে ফয়সাল আল ইসলামকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা পুলিশ জানায়, বিকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
ঢাকাটাইমস/২১জুলাই/এসএস/এমআর

মন্তব্য করুন