ঢাকার যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একথা জানায়।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরি পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সংসদ ভবন এলাকা ও তার আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঢাকাটাইমস/২৩জুলাই/এমআর

মন্তব্য করুন