জয়পুরহাটে মাদক বিক্রেতা আটক, পিকআপ জব্দ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৭:০৪

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেনসিডিল গাঁজাসহ লাল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকালে কালাই উপজেলার নান্দাইল দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী একটি পিকআপ ও জব্দ করে র‌্যাব।

আটক লাল মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্যয়পুর গ্রামে আলাল মিয়ার ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, আটক লাল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। একটি পিকআপ ভ্যানে করে গাঁজা ও ফেনসিডিলগুলো রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছিল বলে সকালে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৩৮ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরো জানান, লাল মিয়া দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে বিক্রি করত। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়ল।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :