রাজশাহীতে শরীরে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ২১:৪৫
অ- অ+

রাজশাহীতে শরীরে আগুন লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তাজুদ (৪২)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, তাজুদের বাবা-মা, স্ত্রী-সন্তান কেউ নেই। শুধু এক ভাই আছেন। তাজুদ বাড়িতে একাই থাকতেন। রাতে প্রতিবেশীরা তার শরীরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা পানি ঢেলে শরীরের আগুন নেভান।

এরপর দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা আশঙ্কাজনক অবস্থায় তাজুদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রামেকের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ জন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাময়িক বরখাস্ত হলেন এএসপি রাজন কুমার সাহা
ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা