উইন্ডিজ-অজিদের সিরিজ বাতিল হওয়ায় আইপিএলের লাভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৬:৫৮
অ- অ+

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল আরও একটি দ্বি-পাক্ষিক সিরিজ৷ অক্টোবরে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমনটা জানানো হয়৷ এর ফলে অজি ও উইন্ডিজ ক্রিকেটারের পুরো আইপিএল খেলতে বাধা রইল না৷

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ স্থগিত রাখতে সম্মত হয়েছে। চলতি বছরের অক্টোবরে খেলার কথা ছিল এই সিরিজ৷ টাউন্সভিল, কেয়ার্নস ও গোল্ড কোস্টে ম্যাচগুলো হওয়ার কথা ছিল যথাক্রমে অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখে। এই ম্যাচগুলি আইসিসি টি-২০ বিশ্বকাপের অনুশীলন হিসাবে খেলার কথা ছিল দু’দেশের মধ্যে৷ মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি পরীক্ষার জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।

কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে এই গত মাসেই টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি৷ চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ স্থগিত রাখতে খুব বেশি ভাবতে হয়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে৷ ২০২১ বা ২০২২ সালে যখন টি-২০ বিশ্বকাপ হবে, তার আগে এই সিরিজ হবে বলে জানানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এদিন এক টুইট বার্তায় জানানো হয়, ‘উইন্ডিজক্রিকেটের সঙ্গে আমরা একত্রে কুইন্সল্যান্ডে মূলত নির্ধারিত টি-২০ সিরিজ পিছিয়ে দিতে রাজি হয়েছি। আইসিসি টি-২০ বিশ্বকাপের অনুশীলন হিসাবে কাজ করা এই সিরিজটি এখন ২০২১ বা ২০২২ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় পুনরায় নির্ধারিত টি-২০ বিশ্বকাপের সঙ্গে মিলবে।’

তিন ম্যাচের টি-২০ সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএল খেলায় আর কোনও সমস্যা নেই। কোনও ভাবেই আর বিঘ্নিত হবে না আইপিএল। অর্থাৎ এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে দু’দেশের ক্রিকেটারদের আইপিএল-এর মাঝপথে ফ্র্যাঞ্চাইজি দল ছেড়ে দেশে ফেরার সম্ভাবনা থাকছে না৷ ফলে ফ্র্যাঞ্চাইজিগুলি কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারদের সার্ভিস মিস করবে না। ২০২০ আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহীতে৷ টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ১০ নভেম্বর।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা