২০২০ সালের প্যারিস ম্যারাথন বাতিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৪:৪৮| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:১৭
অ- অ+

এই বছরের প্যারিস ম্যারাথন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। করোনা মহামারির সময় এই প্রতিযোগিতার আয়োজন অসম্ভব বলে আজ বুধবার আয়োজকরা তা বাতিলের ঘোষণা দিয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৫ এপ্রিল ফ্রান্সের রাজধানীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে পরবর্তীতে তা পিছিয়ে ১৫ নভেম্বর করা হয়েছিল। কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত তা বাতিল ঘোষণা করা হলো। পাশাপাশি এ বছর বাতিল হওয়া অভিজাত টুর্নামেন্টের তালিকায় যুক্ত হলো এই প্রতিযোগিতাটিও।

আয়োজকরা জানায়, ‘অনেক দৌড়বিদই কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন। বিশেষ করে যারা বিদেশ থেকে আসবেন। কিছুটা সুন্দরভাবে ‘সেনিডার ইলেক্ট্রিক ম্যারাথন ডি প্যারিস ইন ২০২১’ আয়োজনের জন্য তারিখ পরিবর্তন করে ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল, যাতে খ্যাতিমান সব অ্যাথলেট যোগ দিতে পারেন।’

এর আগে এ বছরের নিউইয়র্ক, বোস্টন, শিকাগো এবং বার্লিন ম্যারাথন বাতিল করেছে। আর লন্ডন ঘোষণা করেছে যে তারা কেবল অভিজাত অ্যাথলেটদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন করবে। কারণ ৪৫ হাজার দৌড়বিদ নিয়ে এর আয়োজন নিরাপদ হবে না।

প্রথমবারের মতো দুই ঘন্টার বাধা টপকে যাওয়া কেনিয়ার এলিউড কিপচোগ এবং ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের মধ্যে প্রতিযোগিতা লন্ডনের রুদ্ধদ্বার বায়ো সুরক্ষিত কোর্সে অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা