আইপিএলের শুরুতে মালিঙ্গাকে পাবে না মুম্বাই

ক্র্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১০:২২

শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গাকে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে নাও পেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স৷ ব্যক্তিগত কারণেই এখনই সংযুক্ত আরব আমিরশাহীতে যাচ্ছেন না শ্রীলঙ্কার ডানহাতি পেসার৷

আইপিএল খেলতে শুক্রবারই মরু শহরে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স৷ ব্যক্তিগত কারণে দলের সঙ্গে এদিন আমিরাতে যেতে পারেননি মালিঙ্গা৷ কারণ তার বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ৷ আগামী দু-এক সপ্তাহের মধ্যে বাবার অস্ত্রোপচার হতে পারে, আর সেই সময় বাবা’র পাশে থাকতে চান মালিঙ্গা৷ এই কারণে আইপিএল খেলতে এখনই আমিরশাহী যাচ্ছেন না শ্রীলঙ্কার এই পেসার৷

করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে স্থগিত থাকা চলতি বছরের আইপিএলে ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতে শুরু হচ্ছে৷ আইপিএলের ত্রয়োদশ সংস্করণের ফাইনাল হবে ১০ নভেম্বর৷ আইপিএল খেলতে ইতোমধ্যেই ছ’টি দল মরু শহরে পৌঁছে গিয়েছে৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এদিন আমিরাতে পৌঁছেছে৷

এদিন মুম্বাইয়ের পাশাপাশি মরু শহরে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো৷ এর আগে অবশ্য বৃহস্পতিবার আইপিএলে খেলতে মরু শহরে পা-রাখে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স৷ টুর্নামেন্টের বাকি দু’টি দল সপ্তাহের শেষে আমিরশাহী পৌঁছেবে বলে জানা গিয়েছে৷

তবে শ্রীলঙ্কার এই অভিজ্ঞ পেসারকে টুর্নামেন্টের প্রথম দিকে না-পাওয়া মু্ম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ক্ষতি৷ কারণ আইপিএলের ইতিহাসে মুম্বাইকে অনেক ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কার এই পেসার৷ তবে ৩৭ বছর বয়সি লঙ্কার এই ক্রিকেটার শেষবার দেশের হয়ে খেলেছিলেন চলতি বছরের মার্চ মাসে৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অংশ নিয়েছিলেন মালিঙ্গা৷ এক বছরেরও বেশি সময় আগে শেষ ওয়ান ডে খেলেছেন তিনি৷

গত বছর আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চূড়ান্ত ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন মালিঙ্গা৷ আট রান রক্ষা করে মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থ আইপিএল জেতাতে সাহায্য করেন তিনি৷ এছাড়া ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক মালিঙ্গা৷ এখনও পর্যন্ত ১২২টি আইপিএল ম্যাচে ১৯.৮ গড় এবং ৭.১৪ এর ইকোনমি রেটে ১৭০টি উইকেট শিকার করেছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে তিনি এ পর্যন্ত ছ’বার চারটি এবং একবার পাঁচটি উইকেট শিকার করেছেন৷ আইপিএলে তাঁর সেরা বোলিং ১৩ রানে ৫ উইকেট৷

তবে সাম্প্রতিক সময়ে ঘন ঘন হাঁটুতে চোটের কারণে মালিঙ্গা জুন ও জুলাইয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আবাসিক কন্ডিশনিং ক্যাম্পগুলিতে আয়োজিত আবাসিক অংশ নেননি বর্ষীয়ান এই পেসার৷

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :