বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ ডা. মিল্লাত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ২১:২০
অ- অ+

সিরাজগঞ্জে বন্যার ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত ও অসহায় দুই হাজার পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

এ সময় তিনি শহরে ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হেঁটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং অসহায় গরিব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

শনিবার সিরাজগঞ্জ পৌর এলাকার নিম্নাঞ্চলের ৭৭৫ পরিবার ও বৃহস্পতিবার পৌর এলাকার নিম্নাঞ্চল ও খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী এলাকায় পৃথক পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটির পক্ষ থেকে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ কেজি ও হাফ কেজি সুজি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল খান, সাধারণ সম্পাদক

কেএম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই্ আওয়ামী লীগ সরকারের দায়িত্ব, আমরা তা পালন

করছি। সব সময় আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না: ডা. হারুন
জুলাই শহীদরা জানত না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে : ইশরাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা