সেরা অলসদের জন্য স্কলারশিপ!

অনেকে এমন স্বপ্ন দেখেন যদি সারাদিন শুয়ে, বসে কাটিয়ে দেয়া যেতো! কোনো কাজ না করতে হতো! হ্যাঁ, আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার জন্য এসেছে সেই সুযোগ। আবেদন করুন। শুয়ে বসে আয় করুন এক লাখ ৬০ হাজার টাকা।
আর এই সুযোগ দিচ্ছে জার্মানির হামবুর্গের দ্য ইউনিভার্সিটি অব ফাইন আর্টস। যিনি নির্বাচিত হবেন তাকে দেয়া হবে এক হাজার ৬০০ ইউরো। আসলে একটি গবেষণার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের মধ্যে কাজ করার ও অবসর যাপনের যে যৌথ ইচ্ছা থাকে, তা যাচাই করতেই এই আয়োজন।
ফ্রেডরিখ বন বরিস নামে এক গবেষক বলেন, ‘আপাতভাবে বিষয়টিকে ঠাট্টা মনে হলেও এটি তা নয়। মূলত অবসর যাপনের চূড়ান্ত রূপ কী হতে পারে, সেটাই দেখা এর উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা কতক্ষণ কিছু না করে থাকতে পারছেন। তার পাশাপাশি কোন ধরনের কাজ তারা করতে চাইছেন না, সেটাও বিচার করে দেখা হবে। সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামে আবেদন করা যাবে। যদি নির্বাচিত হন তাহলে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে স্কলারশিপ দেয়া হবে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/জেবি)

মন্তব্য করুন