ভারতীয় ক্রিকেটারদের গাড়ি উপহার দিতে চেয়েছিল দাউদ ইব্রাহিম

সালটা ১৯৮৬৷ শারজায় বাইশ গজে ভারত-পাকিস্তান লড়াই৷ ভারতীয় ড্রেসিংরুমে সটান ঢুকে পড়লেন ‘আন্ডারওয়ারলড ডন’ দাউদ ইব্রাহিম৷ পরের দিনই অস্ট্রেলিয়া-এশিয়া কাপের ফাইনাল৷ পাকিস্তানকে হারাতে পারলে প্রত্যেক ভারতীয় ক্রিকেটার দামি গাড়ি দেওয়ার প্রস্তাব দিয়েছিল দাউদ৷ যদিও কুখ্যাত ডনের প্রস্তাবে সেদিন সারা দেননি ভারতীয় ক্রিকেটাররা৷ শুধু তাই নয়, দাউদকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক কপিল দেব৷
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিততে পারলে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে টয়োটা গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল দাউদের তরফে৷ ভারতীয় দলের কোনো ক্রিকেটারই দাউদের প্রস্তাবে রাজি হয়নি৷ বছর সাতেক আগে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সে সময় ভারতীয় দলের অন্যতম সদস্য দিলীপ ভেঙ্গ সরকার দাবি করেছিলেন, ম্যাচের একদিন আগে দাউদ দলের ড্রেসিংরুমে ঢুকে বলেছিল পাকিস্তানকে হারিয়ে শারজায় অস্ট্রেলিয়া-এশিয়া কাপ জিতলে প্রতিটি খেলোয়াড়কে টয়োটা গাড়ি দেওয়া হবে৷
ভেঙ্গ সরকারের দাবি, দাউদকে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে তাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেতা মাহমুদ৷ তবে দাউদ যখন ভারতীয় ড্রেসিংরুমে ঢুকেছিল, তখন ড্রেসিংরুমে ছিলেন না অধিনায়ক কপিল দেব৷ তিনি বলেছিলেন, ‘অভিনেতা মাহমুদ ছিলেন আমাদের ড্রেসিংরুমে। কপিল দেব তখন ড্রেসিংরুমে ছিল না৷ কারণ তখন কপিল সংবাদিক বৈঠকে গিয়েছিল। দাউদের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছিলেন অভিনেতা মাহমুদ৷’
তিনিও আরও বলেছিলেন, ‘কেউ তাকে চিনতে পারিনি৷ তবে আমি ওর ছবিগুলো দেখেছিলাম। মাহমুদ আমাদের সঙ্গে দাউদের একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মাহমুদ বলেছিলেন যে, ও আমাদের জন্য পুরস্কার ঘোষণা করতে চান। আমরা আগামীকাল পাকিস্তানকে হারাতে পারলে সবাইকে একটি করে দামি গাড়ি দেবে।’ সে সময় ভারতীয় দলের ম্যানেজার ছিলেন জয়ওয়ান্ত লেলে৷
কপিল জানতেন না কে ছিলেন এই অপরিচিত ব্যক্তি! এই ঘটনার কথা জানিয়ে কপিল বলেছিলেন, ‘ঘটনার কথা আমার এখনও মনে রয়েছে৷ শারজায় একবার আমাদের ড্রেসিরুমে একজন অপরিচিত ব্যক্তি ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চেয়েছিল৷ কিন্তু আমি তৎক্ষণাৎ তাকে ড্রেসিংরুম থেকে বেড়িয়ে যেতে বলি৷ যদিও সে কথা না-বাড়িয়ে বেড়িয়ে গিয়েছিল৷’
ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আরও জানিয়েছিলেন, ‘আমার নির্দেশের পরই ড্রেসিংরুম থেকে বেড়িয়ে গিয়েছিল৷ পরে অনান্যরা আমায় বলে, ও ছিল বোম্বের কুখ্যাত ডন দাউদ৷’ যদিও ফাইনাল ম্যাচটি জেতেনি ভারত৷ কারণ রোমাঞ্চকর সেই ম্যাচের শেষ বলে চেতন শর্মাকে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ট্রফি জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ৷
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এআইএ)

মন্তব্য করুন