করোনার ঝুঁকি গবেষণায় জার্মানিতে কনসার্টের আয়োজন

ইনডোর ইভেন্টগুলোতে করোনাভাইরাসের ঝুঁকি সম্পর্কে গবেষণা করতে এক দিনে তিনটি পপ কনসার্টের আয়োজন করেছে জার্মানির বিজ্ঞানীরা। ১৮ থেকে ৫০ বছর বয়সী দেড় হাজার স্বাস্থ্যবান মানুষ এই কনসার্টে অংশ নেন।
হ্যালে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ও লিপজিগে পরিচালিত গবেষণার প্রধান শনিবারের এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। খবর বিবিসির।
গত এপ্রিলের পর সবচেয়ে বেশি সংক্রমণ হওয়ায় এমন গবেষণা করছেন সেখানকার বিজ্ঞানীরা। রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন।
রিস্টার্ট-১৯ নামের ওই গবেষণায় বলা হয়েছে, মহামারি সত্ত্বেও এই জাতীয় আয়োজন কীভাবে চালিয়ে নেয়া যেতে পারে সে বিষয়ে তদন্ত করার জন্যই কনসার্টের আয়োজন করা হয়।
তিনটি কনসার্টের প্রথমটিতে মহামারির আগে যেভাবে কনসার্ট অনুষ্ঠিত হতো সেভাবে আয়োজন করা হয়। সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। দ্বিতীয় কনসার্টে অল্প সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয়। সর্বশেষ অর্থ্যাৎ তৃতীয় কনসার্টটিতে দেড় মিটার সামিজক দূরত্ব মানা হয়।
কনসার্টে অংশ নেয়ার আগেই সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এছাড়া তাদেরকে মাস্ক দেয়া হয় ও প্রত্যেকের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।
শীর্ষস্থানীয় গবেষক ড. স্টিফান মরিজ বলেন, 'ডেটা সংগ্রহ খুব ভাল চলছে, সুতরাং আমাদের কাছে ভাল মানের ডেটা রয়েছে, মেজাজ দুর্দান্ত এবং আমরা মাস্ক পরা এবং জীবাণুনাশক ব্যবহারের বিষয়ে শৃঙ্খলা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।'
সংগীতশিল্পী টিম বেন বেনডজকো বলেন, আয়োজনটি তার প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। তিনি জানান, 'আমরা সত্যিই উপভোগ করেছি। প্রথমে ভেবেছিলাম মাস্ক পরার কারণে আয়োজনটি নিস্ফল হবে তবে মোটেও সেরকমটি হয়নি। আমি আশা করি এই ফলাফলগুলো দর্শকদের সামনে কনসার্ট আয়োজন করতে সহযোগীতা করবে।'
এই গবেষণার প্রাথমিক ফলাফল পেতে দুই মাস লাগতে পারে।
ঢাকা টাইমস/২৩আগস্ট/একে

মন্তব্য করুন