মাগুরায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১৮:২৬
অ- অ+

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে লাবণী খাতুন (২১) নামে এক গৃহবধূকে স্বামী কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে বাহারবাগ গ্রামে স্বামীর বাড়ির থাকার ঘর থেকে লাবনী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা মহাম্মদপুরের বিল্লপাড়া গ্রামের সাইফুল জোমাদ্দার অভিযোগ করে বলেন, তিন বছর আগে বাহারবাগ গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে আফজাল মোল্ল্যার (৩৫) সঙ্গে লাবনীর বিয়ে হয়। তাদের একটি নয় মাসের ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে লাবনীকে নির্যাতন করতেন স্বামী আফজাল। কিন্তু হতদিরদ্র বাবা যৌতুকের টাকা দিতে ব্যর্থ হন। এরই এক পর্যায়ে রবিবার সকালে লাবনীকে পিটিয়ে হত্যা করেন তার স্বামী আফজাল।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের বাবা। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা