সপরিবারে করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম পরিবারের কয়েক সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, সাবেক ফুটবলার বাদল রায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
রবিবার শেখ মোহাম্মদ আসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং আমাদের বাসার তত্ত্বাবধায়কসহ আমি করোনায় পজিটিভ হয়েছি। আমরা সবাই এখন বাসায় চিকিৎসা নিচ্ছি।’
তিনি গত কয়েকদিনে তার সাথে সাক্ষাত করা লোকদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘গত কয়েকদিনে আমার সাথে দেখা করার পর যদি কোনো লক্ষণ দেখা যায় তবে আপনাদের কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করছি। দয়া করে সাবধানতা অবলম্বন করুন যাতে আপনার থেকে ভাইরাস সংক্রমণ হতে না পারে।’
ক্যারিয়ারের খেলার দিনগুলোতে শেখ মোহাম্মদ আসলাম আবাহনী ও মোহামেডানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তার সময়ে দেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। কয়েক বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন আসলাম।
(ঢাকাটাইমস/৩০ আগস্ট/এসইউএল)

মন্তব্য করুন