টুথপেস্টের নিচের রঙ দ্বারা কী বোঝায়?

সকালে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ ও টুথপেস্ট হাতে নেন। কিন্তু কোনোদিন লক্ষ্য করেছেন কি টুথপেস্টের টিউবের নিচে ছোট আকারে লম্বা করে লাল, কালো, নীল বা সবুজ রঙের একটি দাগ টানা রয়েছে। একেক টুথপেস্টে একেকরকম দাগ দেয়া থাকে। তবে এটি মোটেও নিরর্থক নয় এমন রঙয়ের একটি বড় কারণ রয়েছে। চলুন কোন রঙ দ্বারা কী বোঝায় তা জেনে নিই-
সবুজ: যেসমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তার জন্য সবুজ রংয়ের কিউব দেওয়া থাকে।
নীল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়৷
লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
কালো: এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়৷
আপনার দাঁতের জন্য কোন রঙয়ের পেস্ট বেশি কার্যকরী তা যাচাই করে দেখতে পারেন। এছাড়া চিকিৎসকেরও পরামর্শ নিতে পারেন।
ঢাকা টাইমস/০২সেপ্টেম্বর/একে

মন্তব্য করুন