সাদেক বাচ্চুর জ্বর কমছেই না

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭

চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা ও লেখক সাদেক বাচ্চু অসুস্থ। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত রবিবার থেকে তিনি জ্বরে আক্রান্ত। এ কথা নিশ্চিত করেন অভিনেতার মেয়ে মেহজাবিন। তিনি বলেন, আব্বুর জ্বর কমছেই না। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

মেহজাবিন এও জানান, আজ মঙ্গলবার অভিনেতা সাদেক বাচ্চুর করোনা টেস্ট করানো হবে। রেজাল্ট পাওয়ার পরই জানা যাবে তিনি মহামারি কোভিড নাইনটিনে আক্রান্ত কি না। এই খল অভিনেতার দ্রত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়ে মেহজাবিন।

সাদেক বাচ্চু একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন।১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

সিনেমাতে খল চরিত্রেই তাকে সবচেয়ে বেশি দেখা যায়। ২০১৮ সালে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। তবে কয়েকটি ছবিতে তিনি পজিটিভ রোলও করেছেন। তিন যুগের কেরিয়ারে প্রায় ৫০০শোর মতো ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :