পাকিস্তানে পাথরের খনিতে ধস, নিহত ২২

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এক মার্বেল খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন এখনো আটকে রয়েছেন বলে জানানো হয়েছে। খবর ডনের।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খায়বার পাখতুনখোয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় শ্রমিকদের উপর সাদা মার্বেলের পাথর খণ্ড ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্মরত বহু শ্রমিকের।
রাজ্য সরকারের খনি এবং খনিজ সম্পদ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, মার্বেল পাথরের খনিতে ধস নামে। সঙ্গে সঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকি দশজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে খারাপ আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকার্যে দেরি হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আরও আশঙ্কা তৈরি হয়েছে।
মন্ত্রী জানান, পাথর ধসের ফলে খনিতে অন্তত ২০ জন আটকে রয়েছে। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। মৃতদের মধ্যে অধিকাংশই খনির শ্রমিক।
২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
ঢাকা টাইমস/০৯সেপ্টেম্বর/একে

মন্তব্য করুন