নামাজ পড়লেও সত্য বলার লোক নাই, দুঃখ আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই ঈমানদার হওয়া যায়না! ঈমান ও আমল না থাকলে কোনো দাম নাই। সাদাকে সাদা-সত্যকে সত্য-মিথ্যাকে মিথ্যা বলতে হয়। দুঃখ লাগে অলিতে-গলিতে মসজিদ-মন্দির গড়ে ওঠে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মন্দিরে প্রার্থনা করে। কিন্তু অনেকেই সত্য বলে না। তাহলে এই ইবাদত কবুল হবে কি?

শনিবার বিকাল ৫টায় রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে বলেন, বৃক্ষ আমাদের সবদিক থেকেই উপকার করে। যারা বৃক্ষ রোপণ করেন তারা যেমন সওয়াব পায়, যারা এর যত্ন করে তারাও অনুরূপ সওয়াব পায়। সুতরাং বৃক্ষ আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনে। বৃক্ষের নিচে আশ্রয় নিয়ে আমরা অনেক সময় আরাম আয়েশ করে স্বস্তি পেয়ে থাকি। এক কথায় বৃক্ষ সর্বদাই উপকারী।

মেয়র সেলিনা হায়াত আইভী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, কাউন্সিলর সুলতান এখানে এলেই নানা অভিযোগ তুলে ধরেন। এই মার্কেট ভাংতে হবে, ওইটা ভাংতে হবে, এসব শুনতে আর ভালো লাগেনা। আরে বাবা অবৈধভাবে কেউ মার্কেট করলে সেটাতো আপনিই গুঁড়িয়ে দিতে পারেন। আপনি এই এলাকার কাউন্সিলর আপনার ওয়ার্ডে আপনি কিছু করতে না পারলে কেমন কাউন্সিলর হলেন? সব কাজই কি আমাকে করে দিতে হবে? কোনো স্থাপনা অবৈধ হলে সেটা ভাঙার দায়িত্ব আপনারই।

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল ক্লাবের সভাপতি মনি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ বিভা হাসান, সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন প্রমুখ।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :