ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথ চালু ২০২২ সালের জুনে

২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লা রেলস্টেশনে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলছে। এছাড়া বিভিন্ন খাল-বিল, নদী-নালার ওপর নির্মিত ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজও অব্যাহত রয়েছে। এই কাজগুলো সম্পন্ন হলেই ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেল লাইনে ট্রেন চলবে।
কুমিল্লা রেলস্টেশনের প্লাটফর্ম নির্মাণ ও ভবন সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, ডাবল রেললাইনের প্লাটফর্মের তুলনায় বর্তমান প্লাটফর্মটি নিচু হয়ে গেছে। সংস্কার করে এটি সমান করা হবে।
মন্ত্রী ট্রেন থেকে নেমে কুমিল্লা রেলস্টেশন এবং রেললাইনের নির্মাণ কাছের খোঁজখবর নেন। এসময় শ্রমিক সংগঠনসহ রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শোনেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান, রেল নিরাপত্তা এসআই মঞ্জুর রহমান, শ্রমিক লীগ সেক্রেটারি মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লেয়াকত আলী মজুমদার।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/কেআর/জেবি)

মন্তব্য করুন