দুদকের মামলায় সাবেক সাংসদ বদির বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৫ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছর আগে বদির বিরুদ্ধে দুদক এই মামলা করে।

রবিবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। এ সময় সাবেক সাংসদ বদি আদালতে উপস্থিত ছিলেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ৪৩ লাখ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ওই সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন।

বদির আইনজীবী রফিকুল ইসলাম জানিয়েছেন, চার্জ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুইবারের সংসদ সদস্য। ইয়াবা পাচারসহ বিভিন্ন কর্মকাণ্ডে তুমুল সমালোচনার মুখে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। সেই আসনের বর্তমান সংসদ সদস্য তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা