বাঁশের সাঁকোতে ২০ হাজার মানুষের স্বস্তি

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬
অ- অ+

এপারে ভূঞাপুর, ওপারে কালিহাতী। দুই উপজেলার উত্তরপ্রান্তে আমুলা দহ ভরাট-দিঘীকাতুলী, জাবড়াজান গ্রামের সংযোগ রাস্তা। উপজেলার মানুষদের মেলবন্ধনে এ রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আবার রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট খাল। এটা যুক্ত হয়েছে ধলেশ্বরী নদীতে। সড়ক দিয়ে দুই প্রান্তের কয়েক গ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। রাস্তার পাশেই গড়ে উঠেছে অসংখ্য মসজিদ, মন্দির ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সম্প্রতি টাঙ্গাইলে যমুনা নদীর পানি কয়েক দফায় বৃদ্ধিতে ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি উপজেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। এতে করে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অনেক এলাকার রাস্তা-ঘাট ও ব্র্রিজ-কালভার্ট ভেঙে যায়। এর ফলে মানুষদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

এ বছর ভয়াবহ বন্যায় ভাঙনের কবলে পড়েন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দহ ভরাট ও কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দিঘীকাতুলী-জাবরাজান গ্রামের মানুষ। বন্যায় রাস্তাটি ভেঙে গেলে দুই উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াতে পড়ে চরম দুর্ভোগে। শুধু তাই নয়, বিকল্প রাস্তা না থাকায় উভয় পাড়ের সিএনজি, অটো-রিকশা ও ভ্যান চালকরা কর্মহীন হয়ে পড়েন যাতায়াত ব্যবস্থা ভেঙে যাওয়ায়।

দুই উপজেলায় বিচ্ছিন্ন ভাঙন রাস্তা মেরামতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা না পেয়ে স্থানীয় কয়েকজন তরুণ ও যুবক টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনিরকে ফোনে জানান। পরে এমপির আশ্বাসে ও তার অর্থায়নে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর সহযোগিতায় প্রায় ৭৫ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন সাংসদ মনির।

ভাঙা রাস্তায় প্রায় ৭৫ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো নির্মাণ ব্যয় হয় ৪৫ হাজার টাকা। শতাধিক শ্রমিক ও স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ ও যুবকরা দুই দিনে নির্মাণ করতে সক্ষম হয়। এতে করে আগের মতো দুই উপজেলার মানুষের মাঝে দীর্ঘ এক মাস পর স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে আমুলাদহ ভরাট গ্রামের স্বেচ্ছাসেবী যুবক শরীফ ইসলাম, নজরুল ইসলাম ও জহিরুল ইসলাম বলেন, বন্যায় রাস্তাটি ভেঙে যায়। ফলে আমাদের কয়েক গ্রামের মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে এমপি মহোদয়কে জানালে দ্রুত একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। এ জন্য গ্রামবাসীর পক্ষ থেকে সাংসদ ও ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং একইসঙ্গে রাস্তাটি পাকাসহ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা