নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মুক্তিযোদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭
অ- অ+

পঞ্চগড়ে নাতনিকে পানি থেকে বাঁচাতে গিয়ে সামসুল হক (৭০) এক বীরমুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ি গ্রামের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক তার বড় ছেলের একমাত্র মেয়ে সুমাইয়াকে (৭) নিয়ে বাড়ির পাশে নালার মধ্যে পানি দেখতে যান। এক পর্যায়ে সুমাইয়া পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারে পানিতে নামেন তিনি। পরে নাতনিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু পানিতে তলিয়ে গিয়ে মারা যান মুক্তিযোদ্ধা সামসুল হক।

নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান অবস্থায় সুমাইয়া এবং মুক্তিযোদ্ধা সামসুল হককে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন এবং নাতনি সুমাইয়াকে চিকিৎসার জন্য ভর্তি করা।

সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহামেদ পানিতে ডুবে মুক্তিযোদ্ধা সামসুল হকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা