ডাস্টবিনে পাওয়া শিশুর গল্প ‘বান্ধব’, আসছে ডিসেম্বরে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৩
অ- অ+

শতভাগ মৌলিক এবং বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বান্ধব’। ডাস্টবিনের মধ্যে কুড়িয়ে পাওয়া জন্ম পরিচয়হীন একটি মেয়ের শৈশব, কৈশোর, বেড়ে ওঠা থেকে যৌবনে পা ফেলার পর সমাজের পদে পদে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে, ওইসব গল্পই উঠে এসেছে বান্ধব-এ।

‘বান্ধব’ ছবিটি গত ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে ১৮ মার্চ সারা দেশের সিনেমা হল বন্ধ হয়ে যায়।

তবে, আগামী ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে দেশের প্রেক্ষাগৃহ। সিনেমা হল খোলার সিদ্ধান্তে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এরইমধ্যে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন। আবার অনেক প্রযোজক-পরিচালক এখনই ঝুঁকি নিয়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না।

এ অবস্থায় চলচ্চিত্রের কথা চিন্তা করে কিছুটা ঝুঁকি নিয়ে ‘বান্ধব’ সিনেমার মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক অনুপম কুমার বড়ুয়া। ছবিটি আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে মুক্তি পাবে বলে তিনি নিশ্চিত করেছেন।

বান্ধব-এ প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ। অুনপম কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া।

প্রযোজক অনুপম কুমার বড়ুয়া বলেন, ‘আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘বান্ধব’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনার এ সময়ে ছবি মুক্তি দেওয়া কিছুটা ঝুঁকি হয়ে যায় তারপরও ঝুঁকি নিয়েই মুক্তির পরিকল্পনা করছি। যেহেতু ১৬ তারিখ সিনেমা হল খোলার পরিকল্পনা করেছে সরকার তাই পরবর্তীতে হলের অবস্থা বুঝে আমরা মুক্তির তারিখ জানিয়ে দেব।’

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসকেএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা