রায়ডু ফিরলে দলে ভারসাম্য আসবে: ধোনি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪
অ- অ+

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়। তার পরের দুই ম্যাচে রাজস্থান রয়্যালস (১৬ রানে) এবং দিল্লি ক্যাপিটালসের (৪৪ রানে) বিরুদ্ধে হেরে চাপ বেড়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে।

অন্যদিকে, পরপর দুই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ও সিএসকের বিরুদ্ধে জয় পেয়ে দিল্লি ক্যাপিটালস শিবির খুশিতে ভাসছে তাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে।

সিএসকে অধিনায়ক ধোনি যদিও পরপর দুই ম্যাচে হারের কারণ হিসেবে তুলে ধরেছেন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অম্বাতি রায়ডুর দলের বাইরে চলে যাওয়াকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে ধোনির প্রতিক্রিয়া, ‍‍‘ম্যাচটা মোটেও ভাল খেলিনি আমরা। পিচে শিশির পড়েনি। কিন্তু তা সত্বেও উইকেট মন্থর ছিল। ব্যাটিংয়ের চেনা ছন্দটা পাওয়া যাচ্ছে না। তার ফল ভুগতে হচ্ছে। শুরুতে রান তোলার গতি মন্থর থাকায় পরের দিকে রান রাট বাড়ছে। ফলে শেষের দিকে চাপও বাড়ছে ব্যাটসম্যানেদের উপরে। এই সমস্যার সমাধান করতে হবে দ্রুত।’

তিনি আরো বলেন, ‍‘দলের সঠিক কম্বিনেশন নিয়ে একটা পরিষ্কার চিত্র দরকার। আশা করি, পরের ম্যাচে রায়ডু দলে ফিরবে। ও দলে এলে ভারসাম্য ঠিক থাকবে।’

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ বলে ৭১ রান করেছিলেন রায়ডু। কিন্তু তারপরে চোটের কারণে তাঁকে পাওয়া যায়নি। ধোনি আরও বলেন, ‍‍‘রায়ডু ফিরলে একজন অতিরিক্ত বোলার খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষার জায়গা মিলবে।’

পাশাপাশি দলের বোলারদের দুর্বলতা নিয়ে সিএসকে অধিনায়ক বলেন, ‍‍‘বোলারদের লাইন, লেংথ ও গতি ঠিক রাখতে হবে। স্পিনাররা এখনও সেরা ছন্দ পায়নি। আমরা ভাল বল করলেও বিপক্ষের চার-ছক্কার সংখ্যা বাড়ছে।’

সিএসকে কোচ স্টিভন ফ্লেমিংও পরপর দুই হারের পরে সতর্ক হতে বলেছেন স্পিনারদের। তাঁর কথায়, ‍‘পরপর দুম্যাচে হার একটা ধাক্কা। রায়ডু, রায়নার মতো গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অভাব বোধ করছি। উইকেটের চরিত্র বুঝে বল করতে হবে বোলারদের। গত তিন দিনে অনেক শিক্ষা হয়েছে।’

ফ্লেমিং আরও বলেন, ‍‍‘আইপিএলে গত এক যুগ ধরে স্পিন বোলিং আমাদের একটা শক্তি। এ পর্যন্ত আমরা তিনটি ভিন্ন মাঠে তিনটি ম্যাচ খেলেছি। তিন জায়গাতেই পরিবেশ আলাদা। গত দুম্যাচেই মাঝের দিকে স্পিনারেরা খেলার পরিস্থিতি অনুযায়ী বল করতে ব্যর্থ। কাজেই শক্তিশালী সেই স্পিন বোলিংকেও ছন্দে ফেরাতে হবে।’

অন্যদিকে, ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়াস আইয়ারের গলায় উচ্ছ্বাস। বলেছেন, ‍‍‘দলের পারফরম্যন্সে খুশি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ফেলেছি আমরা। সেই জায়গায় আরও সতর্ক হতে হবে। টিম মিটিংয়েই ঠিক হয়েছিল, ব্যাটিংয়ের জন্য পিচের পরিস্থিতি বুঝে এগোব আমরা। যেভাবে আমাদের ওপেনারেরা শুরু করেছিল, তা গোটা দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। শেষটাও দুর্দান্ত হয়েছে।’

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা