কবিতা

শুদ্ধাচার

তৃপ্তি সেন
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫

আমি মানুষ ভালোবাসি

কাঠবাদাম গাছ, সোনালি রোদ্দুর চিল,

কাক সব ভালোবাসি।

শুধু তোমাকে ভালোবাসতে গেলেই

বাধা নামক দানব মুখের উপর ঝুঁকে এসে বলে

অধিকার নেই তোর।

সকালের সূর্য নদীর জলে

যে কিরণ ছড়ায় তাও ভালোবাসি।

কিশোরী হৃদয়ের প্রথম প্রেমের কাঁপন

তার দ্বিধার দেয়াল ভাঙা

প্রথম চুম্বন সবটা ভালোবাসি।

শুধু তোমার বেলায় ভালোবাসা দেখাতে গেলেই

শত সহস্র মিথ্যার মতো

সত্যের দানবেরা মাথা উঁচিয়ে বলে,

তুই ফিরে যা তোর নিঃসঙ্গতার কাছে

ফিরে যা তোর একাকিত্বের কাছে।

হাওয়ায় পাল তোলা নৌকার মতো

ডুবে যেতে যেতে ভেসেছি তোর প্রেমে।

কামনাহীন ভালোবাসাবাসি

নাকি হয়নি আমাদের!

শুদ্ধ প্রেমই চেয়েছিলাম অন্তপুরজুড়ে

আজ আমার এখানে ব্যর্থতার গ্লানি

আর তোমাকে ভালোবাসতে না পারার হাহাকার।

.

লেখক: সহকারী শিক্ষক (বাংলা),বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর,ঢাকা ক্যান্টনমেন্ট

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :