অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক

একজন আদর্শ মানুষ হারাল বাংলাদেশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫
অ- অ+
ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

এক শোক বার্তায় আইজিপি বলেন, ‘রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সৎ ও আদর্শ মানুষ ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এই ব্যক্তি কোনোদিন অন্যায় ও অসত্যের সাথে আপোষ করেননি। তিনি আমৃত্যু দেশ ও দেশের জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে সুদৃঢ় সেতুবন্ধন ও মেলবন্ধন ঘটিয়েছিলেন উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘বিভিন্ন সময়ে তিনি দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের ইতিবাচক ভূমিকার কথা অকপটে নানা ভাবে তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ মানুষকে হারালো।’

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

করোনা আক্রান্ত হয়ে রবিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা