ধর্ষণের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১২
অ- অ+

সম্প্রতি সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানের ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

ধর্ষিত সমাজ আর কত? ধর্ষক তৈরির সিস্টেম পাল্টাও, অপরাধীর প্রশ্রয় দেয়া বন্ধ করুন, নিরাপদ দেশ চাই, নারী কোন পণ্য নয়, প্রতিবাদ নয়- প্রতিকার চাই, নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারীদের নিরাপত্তা কোথায়? ইত্যাদি প্লাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ‘ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি কার্যকর করতে আমরা এই চলমান আন্দোলন শুরু করেছি। পরবর্তীতে যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা আর না ঘটে, সেজন্য সবার সচতনতা তৈরির জন্য আমরা কাজ করব।‘

পরবর্তীতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তারা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা