আইপিএল বনাম পিএসএল ম্যাচ আয়োজনের প্রস্তাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৯| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২২
অ- অ+

কয় বছর আগেও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে খ্যাত ছিল। নিরাপত্তাহীনতায় কোনো দল পাকিস্তানে যেতে চাইত না, তখন পাকিস্তানের হোম ম্যাচ থেকে শুরু করে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) আয়োজন করেছে আরব আমিরাত। এবার দেশটির ভারতের হোম ভেন্যুর ভূমিকায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মার্চে। ভারতে মহামারী চরম রূপ ধারণ করায় দেশে ক্রিকেট ফেরাতে পারছে না বিসিসিআই। বোর্ডটি তাই আরব আমিরাতকে ভাড়া করে আয়োজন করছে আইপিএল।

অনেক রেষারেষি আর বৈরিতার মাঝেও ভারত ও পাকিস্তান তথা আইপিএল ও পিএসএল যেন এক বিন্দুতে মিলে গেছে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটির অন্যতম পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি তাই দিলেন অভিনব এক প্রস্তাব। আরব আমিরাতে আইপিএল ও পিএসএলের দলগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে চান তিনি!

জাভেদ আফ্রিদির এমন প্রস্তাবের পেছনে মহৎ এক উদ্দেশও আছে। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আইপিএল বনাম পিএসএলের এই ম্যাচটি থেকে অর্জিং লভ্যাংশ খরচ করার প্রস্তাব দিয়েছেন তিনি। তার এই দাবি ধোপে টেকে কি না, তাই এখনে দেখার বিষয়।

এক টুইট বার্তায় জাভেদ আফ্রিদি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে পিএসএল বনাম আইপিএল আয়োজন করলে কেমন হয়’ শুরুতে জাভেদ আফ্রিদির এই টুইট নিয়ে হাস্যরসের সৃষ্টি হলেও পরে পরিস্কার করেছেন, তার এই পরিকল্পনা মহৎ উদ্দেশে। আলাদা এক টুইট বার্তায় তিনি বিষয়টি জানান।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা