তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ আটক মাদককারবারি কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২০, ১৪:১৪
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মুক্তারুল হক (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগড়বাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মুক্তারুলকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। এসময় মুক্তারুলের পুরো বাড়ি ঘেরাও করলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করণে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮ হাজার ৪০০ টাকা। পরে তাকে স্থানীয় ও ইউপি সদস্যর উপস্থিতে ফেনসিডিলসহ আটক করে থানায় নেয়া হয়।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা