প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ০৯:১৪
অ- অ+
প্রতীকী ছবি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় অহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার রেন্নাবাড়ীর শেখ দাউদ আলীর ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে উত্তর পলাশপোলে প্রতিবন্ধী ওই কিশোরীর বাড়ির পাশে ভাড়া থাকেন। পেশায় তিনি থ্রি হুইলার চালক।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে আটক করে।

তিনি বলেন, ওই কিশোরীর মা থানায় ধর্ষণ মামলা করেছেন। অহিদুলকে আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১১ অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা