কুড়িগ্রামে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১২:৩৭| আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১২:৫৪
অ- অ+

কুড়িগ্রামে বাঁশঝাড় থেকে লিমু (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকার বকসী পাড়ায় নিহতের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত লিমু ওই এলাকার কামরুজ্জামনের স্ত্রী। তার বাবার বাড়ি একই গ্রামে। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

তার স্বামী ও পরিবারের লোকজন জানায়, লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সকালে নিহতের বাড়ির পাশের বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই নারীর কীটনাশক পান করার প্রমাণ মেলে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটাই হবে: চরমোনাই পীর
সোনারগাঁয়ে 'বালিশ চাপা' দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা