দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ০৮:০৫
অ- অ+

টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের হ্যাটট্রিক৷ আরসিবি, মুম্বাই ইন্ডিয়ান্সের পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব৷ এইভাবেও ফিরে আসে যায়৷ মঙ্গলবার দুবাইয়ে প্রীতি জিন্তার দলের এটাই ক্যাচ লাইন৷ দুই ক্যারিবিয়ানের ব্যাটে ভর করে ‘দিল্লি জয়’ পাঞ্জাবের৷

১৬৫ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট ম্যাচ জিতে নিল কিংস ইলেভেন৷ সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল প্রীতি জিন্তার দল৷ এই ম্যাচ হারলেও অবশ্য ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রইল দিল্লি ক্যাপিটালস৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের৷ দলের রান যখন ১৭, তখন ফর্মে থাকা রাহুলকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে পাঞ্জাবকে ধাক্কা দেন অক্ষর প্যাটেল৷ ব্যক্তিগত ১৫ রানে আউট হন রাহুল৷ ক্যা্প্টেন আউট হলেও ক্রিজে এসেই ধামাকাদার ব্যাটিং শুরু করেন ক্রিস গেইল৷ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷

মারার জন্য অনভিজ্ঞ তুষার দেশপাণ্ডেকে বেছে নেন গেইল৷ দেশপাণ্ডের প্রথম ওভারেই তিনটি চার ও ২টি ছয়-সহ ২৬ রান নিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান গেইল৷ মাত্র ৫ ওভারে ৫০ রানের গণ্ডি টপকে যায় পাঞ্জাব৷ কিন্তু তার পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে ক্রস মারতে গিয়ে বোল্ড হন গেইল৷ তবে তার ১৩ বলে তিনটি চার ও ২টি ছক্ক-সহ ২৯ রান করে দলের রাস্তা তৈরি করে দেন৷ এরপরই নিকোলাস পুরানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন মায়াঙ্ক আগরওয়াল৷ মাত্র ৫৬ রানে তিন উইকেট হারায় পাঞ্জাব৷

তার ভুলে মায়াঙ্কের রান-আউট হওয়ায় মেনে নিতে পারেননি পুরান৷ আক্রমণাত্মক ব্যাটিং করে পাঞ্জাব ইনিংসকে এগিয়ে নিয়ে যান আর এক ক্যারিবিয়ান বাঁ-হাতি৷ ২৮ বলে তিনটি ছয় ও ৬টি চার-সহ ৫৩ রান করে কাগিসো রাবাদার শিকার হন পুরান৷ তখন দলের রান চার উইকেটে ১২৫৷ অর্থাৎ জয়ের জন্য এখনও দরকার ৪০ রান৷

এই অবস্থায় ফের দায়িত্বজ্ঞান শট খেলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল৷ ২৪ বলে ৩২ রান করে আউট হন৷ এরপর দীপক হুডা ও জিমি নিশামের ব্যাটে বৈতরণী পার করে পঞ্জাব৷ তবে ম্যাচ হারলেও আইপিএলে রেকর্ড করে ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান৷ এদিনও সেঞ্চুরি করে আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে টানা দু’ম্যাচে শতরান করে ইতিহাস গড়েন দিল্লি ক্যাপিটালসের এই বাঁ-হাতি ওপেনার৷

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা