দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ০৮:০৫

টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের হ্যাটট্রিক৷ আরসিবি, মুম্বাই ইন্ডিয়ান্সের পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব৷ এইভাবেও ফিরে আসে যায়৷ মঙ্গলবার দুবাইয়ে প্রীতি জিন্তার দলের এটাই ক্যাচ লাইন৷ দুই ক্যারিবিয়ানের ব্যাটে ভর করে ‘দিল্লি জয়’ পাঞ্জাবের৷

১৬৫ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট ম্যাচ জিতে নিল কিংস ইলেভেন৷ সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল প্রীতি জিন্তার দল৷ এই ম্যাচ হারলেও অবশ্য ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রইল দিল্লি ক্যাপিটালস৷

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের৷ দলের রান যখন ১৭, তখন ফর্মে থাকা রাহুলকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে পাঞ্জাবকে ধাক্কা দেন অক্ষর প্যাটেল৷ ব্যক্তিগত ১৫ রানে আউট হন রাহুল৷ ক্যা্প্টেন আউট হলেও ক্রিজে এসেই ধামাকাদার ব্যাটিং শুরু করেন ক্রিস গেইল৷ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷

মারার জন্য অনভিজ্ঞ তুষার দেশপাণ্ডেকে বেছে নেন গেইল৷ দেশপাণ্ডের প্রথম ওভারেই তিনটি চার ও ২টি ছয়-সহ ২৬ রান নিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান গেইল৷ মাত্র ৫ ওভারে ৫০ রানের গণ্ডি টপকে যায় পাঞ্জাব৷ কিন্তু তার পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে ক্রস মারতে গিয়ে বোল্ড হন গেইল৷ তবে তার ১৩ বলে তিনটি চার ও ২টি ছক্ক-সহ ২৯ রান করে দলের রাস্তা তৈরি করে দেন৷ এরপরই নিকোলাস পুরানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন মায়াঙ্ক আগরওয়াল৷ মাত্র ৫৬ রানে তিন উইকেট হারায় পাঞ্জাব৷

তার ভুলে মায়াঙ্কের রান-আউট হওয়ায় মেনে নিতে পারেননি পুরান৷ আক্রমণাত্মক ব্যাটিং করে পাঞ্জাব ইনিংসকে এগিয়ে নিয়ে যান আর এক ক্যারিবিয়ান বাঁ-হাতি৷ ২৮ বলে তিনটি ছয় ও ৬টি চার-সহ ৫৩ রান করে কাগিসো রাবাদার শিকার হন পুরান৷ তখন দলের রান চার উইকেটে ১২৫৷ অর্থাৎ জয়ের জন্য এখনও দরকার ৪০ রান৷

এই অবস্থায় ফের দায়িত্বজ্ঞান শট খেলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল৷ ২৪ বলে ৩২ রান করে আউট হন৷ এরপর দীপক হুডা ও জিমি নিশামের ব্যাটে বৈতরণী পার করে পঞ্জাব৷ তবে ম্যাচ হারলেও আইপিএলে রেকর্ড করে ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান৷ এদিনও সেঞ্চুরি করে আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে টানা দু’ম্যাচে শতরান করে ইতিহাস গড়েন দিল্লি ক্যাপিটালসের এই বাঁ-হাতি ওপেনার৷

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :