আমরা শিরোপা জয়ের জন্য উদগ্রীব: শান্ত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ২০:২৮
অ- অ+

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচে আগামীকাল (রবিবার) মুখোমুখি হবে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

ফাইনাল ম্যাচের আগে নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, তার দলের সবাই শিরোপা জয়ের জন্য উদগ্রীব। শান্ত বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে ভালো খেলেছি এবং কাল (রবিবার) আরো একবার ভালো খেলতে পারলে আমরা শিরোপা জিততে পারব। আমরা সবাই জয়ের জন্য উদগ্রীব।’

তবে নাজমুল একাদশের জন্য চিন্তার কারণ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক রহিমের ইনজুরি। শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়া মুশফিক রবিবারের ফাইনালে এখনো অনিশ্চিত।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ফাইনাল ম্যাচের দিন মুশফিকের অংশগ্রহণের ব্যাপারে সিদ্বান্ত নেয়া যাবে।

টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। অধিনায়ক শান্ত ফাইনালে মুশফিককে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা