কাফনের কাপড় জড়িয়ে প্রাথমিকে নিয়োগের দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ২০:৩৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে। কাফনের কাপড় জড়িয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবি করছেন আন্দোলনকারীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪ দিনের মতো এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে শতাধিক নারী-পুরুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেককেই আবার শরীরে স্যালাইন লাগিয়ে ফুটপাতে শুয়ে এ কর্মসূচি অব্যাহত রাখতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, এখন পর্যন্ত দেড় শতাধিক অনশনকারী অসুস্থ হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা সুস্থ হয়ে আবারো আন্দোলনে যোগ দিয়েছেন।

তারা আরও বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮-তে ২৪ লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই, যা মোট অংশগ্রহণকারীর ২.৩ শতাংশ। এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে থেকেও তিন হাজার ৫০০ জনের বেশি কর্মস্থলে যোগ দিতে পারেননি। ফলে তারা অবিলম্বে নিয়োগের দাবি জানান।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের সঙ্গে অনেক নারী প্রার্থী করোনার মধ্যে খোলা আকাশের নিচে বসে আন্দোলনে যুক্ত হয়েছেন। রাতে তারা অবস্থান না করলেও অর্ধশতাধিক পুরুষ অবস্থান করছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে আমাদের সমস্যা সমাধান হবে।’

আবু হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা দুই দফায় স্মারকলিপি ও কয়েকবার ৮-১০ জন প্রতিনিধি দল গিয়ে ঘুরে এসেছি। কোনোভাবেই আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছি না।’প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা তুলে ধরতে পারলে সমাধান হবে বলেও মনে করেন তিনি।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :