ভালোবাসাই পারে মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে: আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১১:৩০

‘ইস্যুটা একদম ফেলনা নয়। সিম্বা নামের বিড়াল ছানাটা মারা যাওয়ার পর শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন ঝর্না ম্যাডাম। তিনি বাসায় পার্টটাইম কাজ করেন আর আমাদের ফুলটাইম ভালোবাসেন। ছেলেদের শোক দেখে মহল্লা থেকে একটা বিড়াল ছানা নিয়ে আসলেন। জংলী বাচ্চা। নানান তরিকায় সেটিং করার পর সে এখন পরিবারের সবচেয়ে আদুরে সদস্য।’

‘আমি কোনওভাবেই চাইনি বিড়াল ছানাটা মেয়ে হোক। কারণ দেশের অবস্থা ভালো না রেপিস্টদের অত্যাচারে। উল্টো হলো। প্রথম দিকে একটু বেখাপ্পা লাগলেও ফ্যামিলির ভালোবাসা দেখে চুপসে গেছি। পরবর্তীতে বাচ্চাটা বেগমের সন্তুষ্টি অর্জন করেছে, আমারও সুপারিশ ছিল। আরাম আয়েশে কাটছে ছানাটার দিন, নাম দিয়েছি এলিজাবেথ।’

‘এলিজাবেথ দিন দিন বড় হচ্ছে। সদ্য গজানো দাঁতগুলো দিয়ে কামড়াতে থাকে। মশার উড়ে যাওয়ার আওয়াজ সহ্য না করা মানুষগুলো এখন স্বেচ্ছায় এলিজাবেথের জংলী বিল্লীপনা সহ্য করছে, সঙ্গে আমিও। মহারানীকে নিয়ে আমাদের দিনরাত্রি ভালোই কাটছে। তিনি বাইরে যেতে চান না, এমনকি এলিভেটর পর্যন্তও আসে না। সারাক্ষণ নিজের ইচ্ছেমত চলে। অদ্ভুত এক মায়ায় আমরা আটকে গেছি। প্রিয়াংকা চোপড়ার জায়গায় চলে এসেছে এলিজাবেথ। সে অতীত ভুলে গেছে, বাইরে মিশতে চায় না, পুরো বাড়িটাই তার বেডরুম।’

‘এটা গেল আমার বাসার নতুন সদস্য বিড়ালছানাটার কথা। এই ভালোবাসাটা ছড়িয়ে দিয়ে জড়িয়ে ধরে রাখতে পারলে মনুষ্যজগতে শান্তির একটা প্রলেপ বিরাজমান থাকতো। আমরা সবাই সাধারণ, শুধু যার যার জায়গাটা মার্ক করতে পারলেই ঝামেলা শেষ।’

‘নৌকা বা ধানের শীষ নয়, ট্রাম্প-বাইডেন কখনোই নয়। কেবলমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে আমাদের জীবনকে অনন্য সুন্দর সাধারণ ভাবে গড়ে তুলতে। শিকড় ছাড়া গাছ মাটিকে আঁকড়ে ধরতে পারে না, সামান্য বাতাসে উপড়ে যায়। আমরাও তেমনি। শুধু ভালোবাসাই পারে মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে।’

গায়ক আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে

ঢাকাটাইমস/০৬নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :