বগুড়ায় ভালো কাজের মূল্যায়নে ২৪ পুলিশকে পুরস্কৃত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০, ১৮:৩১

বগুড়ায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের ২৪ জন কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাদের এই সম্মাননা দেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।

অক্টোবর মাসের ভালো কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত ২৪ জনের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক, তিনজনকে বিশেষ পুরস্কার, নয়জনকে আর্থিক পুরস্কার দেয়া হয়। এছাড়াও অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে সম্মাননা জানানো হয়।

সভায় অক্টোবর মাসের ভালো কাজের মূল্যায়ন হিসেবে শ্রেষ্ট ওসির পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি হুমায়ুন কবীর। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী।

পুরস্কৃত অন্য পুলিশ সদস্যরা হলেন- সদর থানার এএসআই ইলিয়াস রহমান, আদমদিঘি থানার এএসআই শিবলুর রহমান, জেলা বিশেষ শাখার এএসআই রফিকুল ইসলাম, সদর থানার এসআই জহুরুল ইসলাম, শিবগঞ্জ থানার এসআই জিলালুর রহমান, সদর থানার এসআই রোজিনা খাতুন, জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির, জেলা গোয়েন্দা শাখার এসআই ফরহাদ সরকার, সার্জেন্ট ওমর ফারুক ও শেরপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ।

বিশেষ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমিনুল ইসলাম, জেলা বিশেষ শাখার এএসআই মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার এএসআই খলিলুর রহমান এবং একই শাখার কনস্টেবল জহুরুল ইসলাম।

আর্থিক পুরস্কার পেয়েছেন- এএসআই কাওসার জাহান (উপশহর ফাঁড়ি), এসআই সোলায়মান আলী (আদমদিঘি থানা), এএসআই আব্দুস সালাম (সদর থানা), এএসআই এনামুল হক (সদর থানা), এএসআই আ. কুদ্দুস (শিবগঞ্জ থানা), মো. মোস্তাকিন (গাবতলী মডেল থানা), শাজাহান আলী (গাবতলী মডেল থানা), আব্দুল আওয়াল (গাবতলী মডেল থানা) ও শিবলুর রহমান (আদমদিঘি থানা)।

অবসরপ্রাপ্ত এএসআই শাহ আলম, নায়েক মামুনুর রশিদ, কনস্টেবল আমিনুল ইসলাম মণ্ডল ও কনস্টেবল আবু তাহেরকে সম্মাননা স্মারক দেয়া হয়।

সভার শুরুতে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে সোমবার নির্মমভাবে হত্যার শিকার সিনিয়র এএসপি আনিসুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :